Friday, February 9, 2018

ফের শাট ডাউন থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদে বিল পাস


ফের শাট ডাউন থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র


বড় ধরনের শাট ডাউন থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সরকারি ব্যয় বরাদ্দ বিল পাস হওয়ার পর তাতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালেই বিলটিতে স্বাক্ষর করেন ট্রাম্প। যদিও বৃহস্পতিবার বিলটি পাস না হওয়ায় মধ্যরাত থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য শাট ডাউন চলছিল। গতকাল থেকে ফের সরকারি কাজকর্ম চালু হয়েছে। খবর সিএনএনের

প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয় ২৪০-১৮৬ ভোটে। পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ থাকলেও ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন ছিল। ৭৩ ডেমোক্র্যাট বিলটির পক্ষে ভোট দেন। আর ৬৭ রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দেন। এরপর সকালে সিনেট বিলটিতে অনুমোদন দেয়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প বিলে স্বাক্ষর করেন।


গত কয়েক মাস ধরে ব্যয় বরাদ্দ বিল নিয়ে আলোচনা চলছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছিলেন, সামরিক বাহিনীর জন্য এই বিলটি হবে তাৎপর্যপূর্ণ। কারণ সামরিক বাহিনীর বাজেটে অতিরিক্ত ১৬৫ বিলিয়ন ডলার বেড়েছে। কিন্তু কিছু রিপাবলিকান ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার জন্য বিলটির বিরোধিতা করছেন।

No comments:

Post a Comment